Site icon Jamuna Television

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাপা

ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। সেই লক্ষে তৃণমূলের নেতাকর্মীদের কমিটি গঠনের তাগাদা দেন জাপার চেয়ারম্যান।

জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে। আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান এরশাদ।

Exit mobile version