Site icon Jamuna Television

আরও ১১ প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ২৩২৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৭ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০৭ জন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে ‍রোববার সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন।

রোববার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৮ জনে।

চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪ হাজার ৪০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১০২ জন। এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরের ৫৫ হাজার ৬০৪ জন।

/এমএন

Exit mobile version