Site icon Jamuna Television

কুমিল্লায় বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ শনিবার সকালে ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী শামছুল হকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার লিটনের। এরই জের ধরে সকালে কথা কাটাকাটি হয় দু’পক্ষের।

একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আবদুল ওয়াদুদের ছেলে খোরশেদ আলম। সংঘর্ষে শানু মিয়া নামে আরও একজন মারা যায়।

আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version