Site icon Jamuna Television

গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর হয়ে গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া। জার্মিনালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জামালের ক্লাব।

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর জার্সিতে আর্জেন্টিনার ৩য় বিভাগের ফুটবলে নিজের যাত্রা শুরু করেছেন জামাল। বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছিল সোল দে মায়ো। ‘ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানানো হয় তাকে। পেনাল্টি থেকে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন এদিন অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরা ‘জেবি সিক্স’।

ম্যাচ শুরু থেকেই কিছুটা কোণঠাসা থাকলেও জামালের ক্লাব ডেডলক ভাঙে ৩০ মিনিটের মাথায়। গোল করেন ফার্নান্দো। এরপর পেনাল্টি থেকে ৮১ মিনিটে গোল করে বাংলাদেশি ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জামালের সোল দে মায়ো।

/আরআইএম

Exit mobile version