Site icon Jamuna Television

মগবাজারে গ্যাস লাইনে লিকেজ

মগবাজার ওয়ারলেস রেলগেটের পাশেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কন্সট্রাকশন কাজের সময় তিতাসগ্যাস এর লাইন লিকেজের ঘটনা ঘটেছে। লিকেজ সারাতে কাজ করছে তিতাসের কারিগরি দল।

রোববার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শব্দ হওয়ার সাথে সাথে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজে নিয়োজিত এক্সকেভেটরের আঘাতে এই লিকেজের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাত ১১ টার দিকে তিতাসগ্যাস এর কারিগরি টিম ঘটনাস্থলে যায়। তিতাস গ্যাসের কর্মকর্তা শামসুল আলম জানান, লিকেজ থেকে গ্যাস বের হওয়া নিয়ন্ত্রণের জন্য দুটি ভালব বন্ধ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version