Site icon Jamuna Television

চট্টগ্রামে নালায় পড়ার ১৭ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ

চট্টগ্রামে শহরে নালায় পড়ে নিখোঁজ হওয়া ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, রোববার বিকেলে নগরীর উত্তর আগ্রাবাদর রঙ্গিপাড়া এলাকায়, দেড় বছরের এক শিশু নিখোঁজের অভিযোগ করে পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু দীর্ঘ সময়ের অভিযান শেষেও খোঁজ মিলেনি শিশু ইয়াসিন আরাফাতের।

শিশুটির মা ও স্থানীয়রা জানায়, বাসা থেকে বের হওয়ার পর ইয়াসিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাসার পাশের সড়কের সিসি ক্যামেরার ফুটেজেও বাসা থেকে বের হতে দেখা যায়নি শিশুটিকে। তাই স্বজনদের ধারণা, বাসার সাথেই লাগোয়া নালায় পড়ে গেছে শিশুটি।

এটিএম/

Exit mobile version