Site icon Jamuna Television

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহরতলী ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন নামে রিসোর্ট থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরীফুল ইসলাম (৪৮) নামের এই টুরিস্ট খুন হয়েছেন বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ওই রিসোর্টে ওঠেন চাঁদপুরের শাহারাস্তি উপজেলার বাসিন্দা নুরুল আমিন রাব্বী, শরীফুল ইসলামসহ অজ্ঞাত আরও ২ জন।

রোববার দুপুরে রিসোর্টের স্টাফরা চেকিংয়ের জন্য ওই রুমে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে রুমের ভেতর থেকে শরীফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শরীফুলকে হত্যা করে পালিয়েছে তার সাথে থাকা ৩ জন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে এবং আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। নেপথ্যের ঘটনা অবশ্যই উদঘাটিত হবে।

এটিএম/

Exit mobile version