Site icon Jamuna Television

সৌদির কোচের দায়িত্বে মানচিনি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যোগ দিলেন এই ইতালিয়ান। ২০২৭ সাল পর্যন্ত সৌদি জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মানচিনি। বিবিসির খবর।

মানচিনি বলেছেন, আমি বিশ্বাস করি, নতুন একটি দেশে গিয়ে সেখানকার ফুটবলের অভিজ্ঞতা অর্জন করার দারুণ এক সুযোগ এটি। বিশেষ করে, এশিয়ায় ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে দ্রুতগতিতে। সৌদি প্রো লিগে সেরা খেলোয়াড়দের উপস্থিতিই বলে দেয়, দেশটির জাতীয় দলের ফুটবলের ক্ষেত্রেও দারুণ সম্ভাবনা রয়েছে।

২০১৮ সালে ইতালির দুঃসময়ে হাল ধরেন এই কোচ। ৫৮ বছর বয়সী এই কোচের অধীনে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতালি জয় করে ২০২০ ইউরোর শিরোপা। ইতালির এই দলটিই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়।

সৌদি আরবের কোচ হিসেবে ৮ সেপ্টেম্বর মানচিনির প্রথম মিশন হবে কোস্টারিকা। সমৃদ্ধ ক্যারিয়ারে এই ইতালিয়ান দায়িত্ব পালন করেছেন লাৎজিও-ইন্টার মিলানের মতো ক্লাবগুলোর। তার অধীনে ২০১২ সালে ম্যানচেস্টার সিটি জেতে প্রিমিয়ার লিগ শিরোপা।

/এম ই

Exit mobile version