Site icon Jamuna Television

ইরাকে বাংলাদেশি যুবককে নির্যাতন: চক্রের ৮ সদস্য গ্রেফতার

সংবাদ সম্মেলনে চক্রের ৮ সদস্যকে বাংলাদেশ থেকে গ্রেফতারের কথা জানায় পিবিআই।

ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা জেলা পিবিআইয়ের একটি দল।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদা।

তিনি বলেছেন, ইরাকে বাংলাদেশি কয়েকজনই মোসলেম মোল্লাকে আটক করে নির্যাতন শুরু করে। পরে সেই নির্যাতনের ঘটনা লাইভ ভিডিওর মাধ্যমে তার মাকে দেখানো হয়। চক্রটি পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।

কুদরত ই খুদা বলেন, ওই চক্রের বাংলাদেশ অংশের ৮ জনকে গ্রেফতার করেছে পিবিআই। ইরাকে যারা আছেন, তাদেরকেও শনাক্ত করা গেছে। শিগগিরই চক্রের বাকিদেরকেও গ্রেফতার করা হবে।

/এমএন

Exit mobile version