Site icon Jamuna Television

‘ডেঙ্গু ডাব আবিষ্কার করেছে দেশের ব্যবসায়ীরা’

ডাবের দর বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। বললেন, দেশের ব্যবসায়ীরা ‘ডেঙ্গু ডাব’ আবিষ্কার করেছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে ডাব বেচাকেনা নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় ভোক্তার মহাপরিচালক বলেন, রাজধানীর কারওয়ান বাজার থেকে ৭০ টাকায় ডাব কিনে খুচরাতে ২০০ টাকা দাম হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই।

তখন ব্যবসায়ীরা বলেন, চাহিদা বাড়ায় আগের দামে ডাব মিলছে না। তার ওপর এক বছর আগের তুলনায় পরিবহন ভাড়া কয়েক গুণ বেড়েছে। এ সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে পাকা রশিদ ছাড়া বেচাকেনার অভিযোগ আনে ভোক্তা অধিকার।

/এমএন

Exit mobile version