Site icon Jamuna Television

হাঁটুর চিকিৎসা করাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এবাদত

ফাইল ছবি।

হাঁটুর ইনজুরির চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পেসার এবাদত হোসেন। সোমবার (২৮ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন সিলেট এক্সপ্রেস।

এবাদতের সঙ্গে আছেন বিসিবির রিহ্যাব সেন্টারের প্রধান ফিজিও কাইরন থমাস। এরই মধ্যে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত উন্নতি না হওয়ায় এশিয়া কাপ মিস করেছেন তিনি। তার অনুপস্থিতি দল অনুভব করবে বলে জানিয়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। ২৯ বছর বয়সী এই পেসারকে বিশ্বকাপে চায় বিসিবি। তাই সেরা চিকিৎসা নিশ্চিত করতে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড থেকে।

আরও পড়ুন: অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে মাহমুদউল্লাহ

/এম ই

Exit mobile version