Site icon Jamuna Television

চট্টগ্রামে কনটেইনার টার্মিনালের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

চট্টগ্রামের লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করা নিয়ে ডেনিশ শিপিং অ্যান্ড লজিস্টিক জায়ান্ট মার্স্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) সকালে কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মার্স্ক উগ্লা। এ সময় ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ডার্স কার্লসেন উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ভারত, নেপাল ও ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে।

বৈঠকে মার্স্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বন্দর ও লজিস্টিক সহায়তার উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

/এমএন

Exit mobile version