Site icon Jamuna Television

আখাউড়ায় পলাতক আসামিসহ গ্রেফতার ৭

গ্রেফতারকৃত ৭ জন।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পলাতক ৭ জনকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ৩ জন। অন্যরা ওয়ারেন্টভুক্ত আসামি।

আসামিরা হলেন, আবুল কাশেম (৪১), জসিম উদ্দিন (৩৯) মলাই মিয়া (৫৫), উবায়দুল হক প্রকাশ ভুট্টু (৩৯), রাজিব (২৬), শামীম (৩৭), ও আরজু মিয়া (৪৫)। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

/এএম

Exit mobile version