Site icon Jamuna Television

বোয়ালমারীতে গোয়ালঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে গোয়ালঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম নাসিমা বেগম। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের কৃষক সৈয়দ শওকত আলীর স্ত্রী।

সোমবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার ধুলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে নাসিমার স্বামী খাবার খেতে বাড়িতে ফেরেন। এ সময় স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়ালঘরে বাঁশের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক সদস্য সোলাইমান মোল্যা জানান, পারিবারিক অসচ্ছলতা ও প্রচুর ঋণ থাকায় নাসিমা বেগমের সাথে তার স্বামীর কলহ-বিবাদ লেগেই থাকতো। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নাসিমা। এ ছাড়া বেশ কিছুদিন শারীরিকভাবেও অসুস্থ ছিলেন তিনি।

এ নিয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, পারিবারিক কলহ ও অসচ্ছলতার কারণে নাসিমা বেগম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

এসজেড/

Exit mobile version