Site icon Jamuna Television

আমেরিকায় আবাসিক ভবনের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়লো আবাসিক ভবনের ওপর। সোমবার (২৮ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এই দুর্ঘটনায় কমপক্ষে দুই জনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ দৃশ্যটি। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় পৌনে নয়টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে ইউরোকপ্টার ইসি ওয়ান থ্রি ফাইভ মডেলের হেলিকপ্টারটি। যান্ত্রিক গোলযোগে ঘুরতে থাকে সেটি। সামনের অংশ ভেঙে ঝুলতে থাকে।

এ অবস্থায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছড়ে পড়ে উড়োযানটি। বিশাল গর্ত তৈরি হয় ছাদে। চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

/এমএন

Exit mobile version