Site icon Jamuna Television

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনে বড় সাফল্যের দাবি ইউক্রেনের

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনে বড় ধরনের সাফল্যের দাবি করছে ইউক্রেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) কৌশলগত গুরুত্বপূর্ণ রোবোটিন এলাকা পুনরুদ্ধারের কথা জানায় কিয়েভ। খবর রয়টার্সের।

দেশটির দাবি, রুশ বাহিনীর বিরদ্ধে পাল্টা অভিযানে দক্ষিণে আরও অগ্রসর হয়েছে সেনারা। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকভ। ড্রোন ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে পুনরুদ্ধারকৃত অঞ্চলে পতাকা টাঙাতে দেখা যায় কিয়েভের সেনাদের। দখলকৃত এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

তবে এক বিবৃতিতে রোবেটিন ও ভারবভে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলার শিকার হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আক্রমণ প্রতিহতের দাবিও করে মস্কো।

/এমএন

Exit mobile version