Site icon Jamuna Television

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশঙ্কা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগে চোটে জর্জরিত শ্রীলঙ্কার বোলিং বিভাগ। দুশমান্থ চামিরার পর টুর্নামেন্ট থেকে এবার ছিটকে গেলেন দলটির আরেক পেসার দিলশান মাদুশঙ্কা। গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ দিয়ে আলোচনায় আসা এই পেসার প্রস্ততি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান।

এশিয়া কাপ তো বটেই, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে মাদুশঙ্কার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা আছে। ক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের মেডিকেল বিভাগের প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা এ কথা জানান।

এদিকে, ঊরুর চোট থেকে সেরে উঠলেও খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে তো বটেই, পুরো এশিয়া কাপেই এ লেগস্পিনারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়াও পেসার লাহিরু কুমারা সাইড স্ট্রেইনের চোটে রয়েছেন। তার সেরে উঠতে অবশ্য চামিরা ও মাদুশঙ্কার মতো এতো সময় লাগবে না। তবে এশিয়া কাপের শুরুর দিকে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মূলত এসব কারণেই এখনও স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা।

৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। খেলাটি হবে ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে।

/আরআইএম

Exit mobile version