Site icon Jamuna Television

৮৮ দিন পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

টানা ৮৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। কর্মকর্তারা জানান, খনির ১৩১৪ নম্বর ফেসের টানেল নির্মাণ কাজ শেষ হয় রাতে। এরপর পরীক্ষামূলকভাবে চলে উত্তোলন।

আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত এই ফেস থেকে ৫২৯ টন কয়লা উত্তোলন হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে ২২শ’ টন উত্তোলনের আশা করছে খনি কর্তৃপক্ষ।

মজুদ শেষ হয়ে যাওয়ায় ১৬ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই ধরা পড়ে ১ লাখ ৪৫ হাজার টন কয়লা উধাওয়ের ঘটনা।

এ নিয়ে তোলপাড় শুরু হলে বিষয়টি তদন্ত করে সরকারের বিভিন্ন সংস্থা। ফলে কয়লা সংকটে দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়ায় নেমে আসে স্থবিরতা।

Exit mobile version