Site icon Jamuna Television

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের পর এশিয়ার সবচেয়ে বড় মর্যাদার আসর ‘এশিয়া কাপ’। পাকিস্তানের মুলতানে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। সেখানে ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন রাখছে পাকিস্তান।

সোমবার (২৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান-নেপাল ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। এর আগে বিকেল তিনটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের অস্কারজয়ী বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি ও ড্রোন শোর ব্যবস্থা।

জানা গেছে, ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন। এছাড়া ভারতে হটস্টারে-এ লাইভ স্ট্রিমিংয়ে এটি দেখানো হবে। এবারই প্রথমবারের মতো হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত ভেন্যু জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

/আরআইএম

Exit mobile version