Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ‘ইডালিয়া’

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি এই মুহূর্তে কিউবার পশ্চিম উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। খবর এপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার অথবা বুধবার এটি শক্তিশালী হারিকেনে পরিণত হবে। শঙ্কা করা হচ্ছে এটি ফ্লোরিডার ট্যাম্পা অঞ্চলে আঘাত হানতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এরইমধ্যে ফ্লোরিডা রাজ্যের ৬৭ কাউন্টির মধ্যে ৪৭টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আঘাত হানার আগে এটি ক্যাটাগরি থ্রি মাত্রার শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় অঙ্গরাজ্যটিতে ন্যাশনাল গার্ডের এক হাজারের বেশি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

/এমএন

Exit mobile version