Site icon Jamuna Television

মুলারকে হারিয়ে ইউএস ওপেন শুরু নোভাক জকোভিচের

ছবি: সংগৃহীত

দারুণ জয়ে ইউএস ওপেন অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ। ফ্রান্সের আলেকজান্দ্রে মুলারকে সরাসরি সেটে হারিয়েছেন এই সার্বিয়ান টেনিস তারকা।

করোনার ভ্যাকসিন না নেয়ায় গত বছরের ইউএস ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ। কিন্তু মহামারির পর প্রত্যাবর্তন আসরটা দারুণভাবে শুরু করলেন জকো। প্রথম ম্যাচে ফ্রান্সের মুলারের বিপক্ষে প্রথম সেটে দারুণ দাপট দেখিয়ে ৬-০ গেমের জয় তুলে নেন এই সার্ভিয়ান সুপারস্টার।

দ্বিতীয় সেটেও ছিল দাপট। এবার ৬-২ গেমের জয় আদায় করে নেন জকোভিচ। তৃতীয় সেটে মুলার কিছুটা লড়াই করলেও ৬-৩ গেমের জয় তুলে পরের রাউন্ডে সহজেই পৌঁছে যান নোভাক। মুলারের বিপক্ষে এই জয়ে কার্লোস আলকারাসকে টপকে আবারও শীর্ষ স্থান দখল করবেন জকোভিচ।

/আরআইএম

Exit mobile version