Site icon Jamuna Television

ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত, দ্রুত জামিনের নির্দেশ

ফাইল ছবি।

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। সেই সাথে তাকে দ্রুত জামিনেরও নির্দেশ দেয়া হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে ইমরান খানের সাম্প্রতিক সাজা স্থগিত করে নতুন এ রায় দেন।

৭০ বছর বয়সি পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশ সফরকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার সামগ্রী ব্যক্তিগতভাবে কিনে নিয়েছিলেন ইমরান খান এবং সেগুলো বিক্রিও করেছেন তিনি। এক্ষেত্রে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ রায়ের পরই গ্রেফতার করা হয় পিটিআই প্রধানকে। তবে কারাদণ্ডের রায় স্থগিতের পর ইমরান খানকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তার দল পিটিআই এর নেতারা।

এসজেড/

Exit mobile version