Site icon Jamuna Television

বোমা হামলা মামলায় ৩ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর ইরাকে

৭ বছর আগের এক বোমা হামলা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরাকে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন আসামি জঙ্গি গোষ্ঠী আইএস এর সদস্য। খবর বিবিসির।

২০১৬ সালের ৩ জুলাই রমজান মাসে বাগদাদে চালানো হয় এই হামলা। এতে প্রাণ যায় তিনশতাধিক মানুষের। আহত হন আরও অন্তত ১০০ জন। মূলত, বাগদাদের কাররাদা শপিং মল চত্ত্বরে শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় বোমা হামলা। এই ঘটনার জেরে পদত্যাগ করেন ইরাকের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ গাব্বান।

এসজেড/

Exit mobile version