Site icon Jamuna Television

তোপের মুখে বরখাস্তের পরদিনই দেশছাড়া হলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সাধারণ মানুষের তোপের মুখে এবার দেশ ছাড়লেন লিবিয়ার বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গোস। মন্ত্রিত্ব হারানোর একদিনের মাথায় এলো তার দেশ ছাড়ার খবর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে পাড়ি জমিয়েছেন ওই নেত্রী। খবর এপি’র।

এদিকে, ইসরায়েলি মন্ত্রীর সাথে বৈঠকের প্রতিবাদে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী ত্রিপোলিসহ কয়েকটি শহরে। টায়ার জ্বালিয়ে, ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

গেল সপ্তাহে ইতালিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের অভিযোগ ওঠে নাজলা মাঙ্গোসের বিরুদ্ধে। তবে তার দাবি, অপ্রত্যাশিত সাক্ষাৎ হয় তাদের। সেই সাক্ষাতে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে বলেও জানান তিনি।

এনিয়ে দেশজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। এর জেরে নাজলা মাঙ্গোসকে পদচ্যুত করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। অবশ্য লিবিয়ার একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি’র দাবি, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে অবগত ছিলেন প্রধানমন্ত্রী নিজেও।

এসজেড/

Exit mobile version