Site icon Jamuna Television

বেনাপোল পুলিশ ইমিগ্রেশন থেকে ওসি তরিকুল ইসলাম প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি:

যমুনা টিভিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে চলছে ইমিগ্রেশন পুলিশের অবাধ চাঁদাবাজি শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পর ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলামকে চেকপোস্ট ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তাকে পাঠানো হয়েছে ঢাকা আর্মস পুলিশ (কেপিবিএন) ব্যাটালিয়নে।

১৮ মাসের পোস্টিং নিয়ে তরিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ ডিসেম্বর বেনাপোলে যোগদান করেন। কিন্তু ৯ মাস পার না হতেই কর্তৃপক্ষ তাকে গত ৩ সেপ্টেম্বর প্রত্যাহার করেন। দুর্নীতির সংবাদ প্রচার হওয়ার পরপরই কয়েকজন সিপাহীকেও অন্যত্র বদলি করা হয়েছে।

এদিকে চেকপোস্টে কর্মরত কয়েকজন সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ইমিগ্রেশনে পুলিশের ছত্রছায়ায় ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানিসহ ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে কালাম ও শরীফ নামে দুই বহিরাগত যুবক।

অন্যদিকে, চেকপোষ্ট ইমিগ্রেশনে এখনো কোন নতুন ওসিকে পোস্টিং দেয়া হয়নি। তবে যশোর পুলিশ লাইন থেকে আব্দুল গনি নামে একজন ওসি’র পোস্টিং হতে পারে বলে জানান দায়িত্বরত কয়েকজন ইমিগ্রেশন কর্মকর্তারা।

Exit mobile version