Site icon Jamuna Television

টলটলায়মান সিংহাসন টিকিয়ে রাখতে বর্বরোচিত কাজ করছে সরকার: রিজভী

আওয়ামী লীগ সরকার টলটলায়মান সিংহাসন টিকিয়ে রাখতে বর্বরোচিত কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের গুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। গুমের নাটক নিষ্ঠুর তামাশা ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, সরকার বিরোধী তীব্র আন্দোলন থামিয়ে দিতে ছাত্রদলের ৬ কেন্দ্রীয় নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার নাটক সাজিয়ে সীমাহীন অত্যাচার করা হচ্ছে তাদের ওপর। শুধু ভয় দেখানোর জন্য ও আন্দোলন থামিয়ে দিতেই ছাত্রনেতাদের গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

এটিএম/

Exit mobile version