Site icon Jamuna Television

বলিভিয়ায় স্বর্ণখনিতে ধস, নিহত ৫

মধ্য আমেরিকার দেশ বলিভিয়ায় স্বর্ণখনিতে ধসের ঘটনায় ৫ শ্রমিক প্রাণ হারালেন। এখনও অনেকে নিখোঁজ। জীবিত উদ্ধার পেয়েছেন একজন। খবর রয়টার্সের।

ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, মাপিরি এলাকা থেকে শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। অবশ্য, কতোজন এখনও মাটিচাপা রয়েছেন, সে সংখ্যাটি নিশ্চিত নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খনিতে কাজ করার সময় হঠাৎ ভূমিধস হয়। শ্রমিকরা কিছু বোঝার আগেই ভারী মাটির নিচে চাপা পড়েন। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান।

আশঙ্কা করা হচ্ছে সময়ের সাথে প্রাণহানি বৃদ্ধি পাবে। তবে মালিক প্রতিষ্ঠানের তরফ থেকে ক্ষতিপূরণের কোনো আশ্বাস মেলেনি।

এটিএম/

Exit mobile version