Site icon Jamuna Television

বাবার কবরের পাশে শায়িত প্রিগোঝিন

কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় ইয়েভগেনি প্রিগোঝিনকে জানানো হলো শেষ বিদায়। মঙ্গলবার (২৯ আগস্ট) সেন্ট পিটার্সবার্গে সমাধিস্ত হন ওয়াগনার প্রধান। খবর এপির।

ভাড়াটে সেনাদলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজ শহরেই বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে প্রিগোঝিনকে। কবরে ওড়ানো হয় রাশিয়া ও ওয়াগনারের পতাকা।

এর আগে, স্থানীয় গির্জায় চরম গোপনীয়তায় হয় অন্ত্যিষ্টিক্রিয়া। প্রার্থণায় অংশ নেন নিকটাত্মীয়রা।

অবশ্য শেষ বিদায় জানাতে পোরোখোভস্কি গোরস্তানে যান দলীয় সদস্যরা। সেখানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। নিরাপত্তা বেষ্টনীতে ঘেরাও ছিল পুরো এলাকা।

গেলো সপ্তাহেই, রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ইয়েভগেনি প্রিগোঝিন। প্রেসিডেন্ট পুতিন ওয়াগনার প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তবে দুর্ঘটনার সাথে রুশ সরকারের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

এটিএম/

Exit mobile version