Site icon Jamuna Television

রাশিয়ার এয়ারপোর্টে ড্রোন হামলা, ধ্বংস ৪ বিমান

রাশিয়া উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর, স্কোভে’র বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি, মাঝ আকাশেই ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, এয়ারপোর্টে চালানো হামলায় ভস্মীভূত হয়েছে ৪টি ‘ইলিউশিন সেভেনটি সিক্স’ সিরিজের বিমান। মূলত, পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত হতো যানগুলো।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এয়ারপোর্ট ও আশপাশের এলাকায় শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। বহুদূর থেকেও দেখা গেছে অগ্নিকুণ্ড। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তারা স্পষ্ট করেনি।

স্কোভ শহরটি ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। এস্তোনিয়ার সীমান্তবর্তী রুশ শহর। এ ব্যাপারে জেলেনস্কি প্রশাসন কোন বিবৃতি না দিলেও তাদের দিকেই মস্কোর অভিযোগের তীর। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে বেড়েছে ইউক্রেনীয় সেনাদলের হামলা।

এটিএম/

Exit mobile version