Site icon Jamuna Television

মারা গেছেন নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭.২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, গেল শনিবার শ্বাসকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে জানান তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

আব্দুল কুদ্দুস আওয়ামী লীগ থেকে টানা ৭ বার দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং পাঁচবার এমপি নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন পরপর দুই বার।

এটিএম/

Exit mobile version