Site icon Jamuna Television

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে হত্যার প্ররোচণার অভিযোগ; ১২ বছরের কারাদণ্ডের দাবি

ছবি: সংগৃহীত

ইসলাম বিরোধী আইন প্রণেতা গির্ট ওয়াইল্ডার্সকে হত্যার প্ররোচণার দায়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার খালিদ লতিফকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় ১২ বছরের কারাদন্ডের দাবি জানিয়েছে ডাচ প্রসিকিউটররা।

আইনজীবী’রা নাম প্রকাশ না করলেও সন্দেহভাজন হিসেবে খালিদ লতিফ’কে চিহ্নিত করেছেন ওয়াইল্ডার্স। অভিযোগ রয়েছে ২০১৮ সালে এই ইসলাম বিরোধী আইন প্রণেতা’কে হত্যার জন্য প্রায় ২১ হাজার ইউরো পুরস্কার দেয়ার ঘোষণা দেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। প্রাথমিকভাবে ধারণা করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য এমন কান্ড ঘটান তিনি। এই ঘটনায় লতিফের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডাচ প্রসিকিউটররা বলেন, তারা ২০১৮ সাল থেকে প্রথমে একজন সাক্ষী হিসেবে এবং তারপর অভিযোগের জবাব পাওয়ার জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে তারা বলেছে, তারা পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পায়নি।

২০১৭ সালে লতিফ পাকিস্তান সুপার লিগে একটি ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে তার ভূমিকার জন্য সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

/আরআইএম

Exit mobile version