Site icon Jamuna Television

‘পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন হাল্যান্ড

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন ‘পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হাল্যান্ড। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে এ খেতাব জয় করেন ‘গোলমেশিন’ খ্যাত এই তারকা। 

সবশেষ মৌসুমে সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জিতেছেন এই নরওয়েজিয়ান তারকা। সবমিলিয়ে ৫৩ ম্যাচ খেলে ৫২ গোল করেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল। যার স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার জেতেন হাল্যান্ড।

ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইন, জন স্টোনস, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা এবং হ্যারি কেনকে টপকে ইংল্যান্ড এন্ড ওয়েলস-এর পেশাদার ফুটবলারদের ট্রেড ইউনিয়ন পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হন ২৩ বছর বয়সী এই ফুটবলার। তবে বর্ষসেরা তরুণের স্বীকৃতি পেয়েছেন বুকায়ো সাকা। আর পিএফএ নারী বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার ইংলিশ স্ট্রাইকার রেচেল ড্যালে।

এর আগে হাল্যান্ড গত মে মাসে প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব অর্জন করেছিলেন।

/আরআইএম

Exit mobile version