Site icon Jamuna Television

নেপালের বিপক্ষে টস জিতে ব্যাট করবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে ম্যাচটি।

প্রায় ১৬ বছর পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট গড়াচ্ছে পাকিস্তানের মাটিতে। সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন হয়েছিল পাকিস্তানে। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ওপরই ভরসা রাখছে বাবর আজমের দল। এছাড়া শাদাব খানের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মোহাম্মদ নেওয়াজ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে হিমালয় পাদদেশের দল নেপাল। প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখিও হলো তারা। এর আগে কখনোই কোনো ফরম্যাটে এই দুই দলের দেখা হয়নি।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নেপাল একাদশ:

কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।

/আরআইএম

Exit mobile version