খাদিজার মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলকের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় সাইবার নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, খাদিজাকে প্রায় এক বছর ধরে কারাগারে বন্দী করে রাখা হয়েছে৷ ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। খাদিজাসহ যারা এই আইনে কারাবন্দী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে৷
এছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন যে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, সেটিও বাতিলের দাবি জানান বক্তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
/এএম
Leave a reply