Site icon Jamuna Television

‘বুড়িগঙ্গা চ্যানেলকে হাতিরঝিলের চেয়ে বেশি নান্দনিক করার পরিকল্পনা আছে’

আদি বুড়িগঙ্গা চ্যানেলকে হাতিরঝিলের চাইতেও বেশি নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩০ আগস্ট) সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে নিজস্ব অর্থায়নে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সেখান থেকে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের খনন কাজ সম্পন্ন করা হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ের কাজগুলো হাতে নেয়া হয়েছে। এছাড়া, বাজেটে নিজস্ব অর্থায়নে আরো প্রায় ৩৫ কোটি টাকা অর্থ সংস্থান রাখা হয়েছে।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রমকে গুরুত্ব দেয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।

/এমএন

Exit mobile version