Site icon Jamuna Television

ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাকরন। ছবি: সংগৃহীত।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। জানা গেছে, ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। আর পরদিন ঢাকা ত্যাগ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পরপরই বাংলাদেশ সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট। দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। তবে ম্যাকরনের এই সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে ফ্রান্স সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, ভারতের নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে ইমানুয়েল ম্যাকরন ও শেখ হাসিনার।

/এমএন

Exit mobile version