Site icon Jamuna Television

কিউইদের বিপক্ষে জয়ে এগিয়ে গেলো ইংলিশরা

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। কিউইদের দেয়া ১৪০ রানের লক্ষ্য ৩৬ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। এতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল তারা।

টস হেরে রিভারসাইড গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৭৫ রানেই টপ অর্ডারে ৫ ব্যাটারকে হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রাখেন গ্লেন ফিলিপস। দলীয় সর্বোচ্চ ৪১ রান করে ফেরেন তিনি। শেষ দিকে ইশ সোধি ১৬ রান করলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। অভিষিক্ত ব্রাইডন কার্স ও লুক উড নেন তিনটি করে উইকেট।

জবাবে শুরুতে জনি বেয়ারোস্টোর উইকেট হারালেও হাল ধরেন ডেভিড মালান। তিনি করেন সর্বোচ্চ ৫৪ রান। সঙ্গে ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন হ্যারি ব্রুক। আর তাতেই ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড।

/এএম

Exit mobile version