Site icon Jamuna Television

ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

হেলিকপ্টার নিয়ে সামরিক মহড়ায় ইউক্রেনের সেনারা। পুরনো ছবি: রয়টার্স

রুশ নিয়ন্ত্রিত বাখমুতে অভিযান চালানোর সময় ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারায় দেশটির সামরিক বাহিনীর ছয় সদস্য। বুধবার (৩০ আগস্ট) ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে- চলতি সপ্তাহেই পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে বিশেষ অভিযানে যায় এমআই-৮ সিরিজের দুটি হেলিকপ্টার। ক্রামাতোরস্ক শহরে বিধ্বস্ত হয় সোভিয়েত আমলের উড়োযানগুলো। হেলিকপ্টারে থাকা ছয়জনের সবাই নিহত হন। ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয় আরোহীদের দেহাবশেষ।

তবে হেলিকপ্টার দুটি কী কারণে ভূপাতিত হলো, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সেনা কর্মকর্তা ছিলেন, নিরাপত্তার খাতিরে প্রকাশ করা হয়নি তাদের নাম-পরিচয়।

গত মে মাসে দীর্ঘ লড়াইয়ের পর বাখমুতের নিয়ন্ত্রণ নেয় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। পরে রুশ প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা। এরপরই সেটি দখলমুক্ত করতে মরিয়া হয়ে ওঠে কিয়েভ।

/এএম

Exit mobile version