Site icon Jamuna Television

গাজীপুরে মাদক কারবারকে কেন্দ্র করে গোলাগুলি ককটেল বিস্ফোরণ, আহত ২

মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে সশস্ত্র মহড়া দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) গতকাল রাত ১১টার পর মাওনার প্রশিকা মোড় এলাকায় দফায় দফায় গুলির ছোড়ে অস্ত্রধারীরা।

এলাকাবাসী জানায়, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় একটি গাড়ির শো রুমে। এ সময় আহত হয় মাইনুল ও আল আমিন নামে দুইজন। ঘটনার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম নাসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মাদক কারবারকে কেন্দ্র করে কিছুদিন ধরে উত্তেজনা চলছে এলাকায়। এরই জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

এটিএম/

Exit mobile version