Site icon Jamuna Television

মেসির ‘গোলহীন’ ম্যাচে জেতেনি ইন্টার মায়ামি

ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট হারিয়েছে মেসির দল। ছবি: এএফপি

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর এই প্রথম গোল বা অ্যাসিস্টের দেখা পাননি লিওনেল মেসি। আর তার দল গোলশূন্য ড্র করেছে ন্যাশভিলের সঙ্গে। মেসি আসার পর এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ল যুক্তরাষ্ট্রের দলটি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। মেসি গোলের দেখা পাননি, গোলে সহায়তাও করতে পারেননি। তাই কি জয় বঞ্চিত ইন্টার মায়ামি?

ম্যাচে পুরো সময় আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ‘টাটা’ মার্টিনোর শিষ্যরা। নিজে দুটি সুযোগ তৈরি করেও গোল আদায়ে ব্যর্থ ছিলেন লিওনেল মেসি। ম্যাচে ৭০ শতাংশ বলের দখল ও ১৩টি আক্রমণ করেও গোলের জট খোলেনি ইন্টার মায়ামির। অবশেষে ১০ ম্যাচ পর জয় ছাড়া মাঠ ছাড়লো ইন্টার মায়ামি। ১১ দিন আগে এই ন্যাশভিলকেই হারিয়ে লিগস কাপের শিরোপা জিতেছিলো আলাবারা। এদিন সেই ট্রফি প্রদর্শন করা হয় মায়ামি সমর্থকদের সামনে।

এই ড্রয়ের ফলে প্লে-অফে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খেলো ইন্টার মায়ামি। ২৪ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে আছে দলটি। প্লে-অফের পজিশন নয় নম্বরে থাকা শিকাগোর পয়েন্ট থেকে তাদের পয়েন্টের পার্থক্য দশ।

/এএম

Exit mobile version