বঙ্গবন্ধুর ক্যারিশমাটিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ বিশ্বে পরিচিত লাভ করেছিল। তিনি ছাত্রজীবন থেকেই দেশের মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন, এ কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মাহবুব আলী বলেন, দেশ স্বাধীনের পর বাংলাদেশ বলতে বিশ্ববাসী বঙ্গবন্ধুর দেশ হিসাবেই বাংলাদেশকে চিনতো। দেশ স্বাধীনের খুব অল্প সময়ে দেশকে সব দিক থেকে বঙ্গবন্ধু এগিয়ে নিয়েছিলেন। তবে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ সময় পর ক্ষমতায় এলে দেশ ঘুরে দাঁড়িয়েছে।
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অবিস্মরণীয় অগ্রগতি হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
/এমএন

