Site icon Jamuna Television

চুরির অপবাদে শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার

নিহত শিশু জিয়াসমিন আক্তার।

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ৭০০ টাকা চুরির অভিযোগ এনে জিয়াসমিন আক্তার (১২) নামে এক শিশু গৃহকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩০ আগস্ট) নিহত ওই শিশুর বাবা সদরের পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর জেরে অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনা ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার চরপাতানিধি এলাকায়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মাস ধরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপাতানিধি এলাকার কুয়েত প্রবাসি মনির হোসেনের বাড়িতে গৃহ পরিচালিকার কাজ করছিল শিশু জিয়াসমিন। মঙ্গলবার অভিযুক্ত ওই স্কুলছাত্রের মায়ের ব্যাগ থেকে ৭০০ টাকা হারিয়ে যায়। এসময় গৃহকর্মী জিয়াসমিনের ওপর সেই টাকা চুরির অভিযোগ দিয়ে তাকে মারধর শুরু করে ওই স্কুলছাত্র।

পরদিন বুধবার সকালে এ নিয়ে আবারও ওই শিশুরকে মারধর করা হয়। এর এক পর্যায়ে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার পর বাথরুমে ফেলে রাখে অভিযুক্ত কিশোর। পরে জিয়াসমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

এ নিয়ে বুধবার রাতে নিহত শিশুটির বাবা সদরের পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর জেরে আটক করা হয় ওই কিশোরকে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Exit mobile version