Site icon Jamuna Television

আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন জামাল ভুঁইয়া

ছবি: সংগৃহীত

জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। জানালেন আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতার কথা। দলকে জেতানোর তৃপ্তি নিয়েই আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত করছেন নিজেকে। তবে আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।

সুদুর আর্জেন্টিনা থেকে বুধবার সকালেই বাংলাদেশে পা রাখেন জামাল। সময় নষ্ট করেননি এতটুকুও। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালেই যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে। জানালেন আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতার কথা। সঙ্গে এনেছেন অনেক সুখকর স্মৃতি, ভালবাসা।

জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সবকিছুই আলাদা। খাবার আলাদা, আবহাওয়া আলাদা। ওখানে এখন শীতকাল চলছে, অনেক শীত এবং সেখানে খাপ খাওয়াতে চেষ্টা করেছি। সব মিলে অভিজ্ঞতা ভালো। আমি বিস্মিত ছিলাম, একজন নতুন খেলোয়াড় হিসেবে আমার প্রথম ম্যাচ। কিন্তু প্রেসিডেন্ট আমাকে অধিনায়কত্ব দিয়েছে। মানিয়ে নিতে ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে, যেটা আমার পছন্দ হয়েছে। ওখানের সবকিছুই, খেলার মান ও ধরন আলাদা।

সোল দা মায়োর সংগে চুক্তি হয়েছে ১৫ মাসের। অভিষেক রাঙিয়েছেন গোল করে জিতিয়েছেন দলকে । হেরমিনালকে ২-১ গোলে হারানো ম্যাচে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দলকে জেতানোর তৃপ্তি নিয়েই আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন ঢাকায়। আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ মনে করেই মাঠে নামবে জামাল।

জামাল ভূঁইয়া বলেন, আফগানিস্তান অনেক শক্তিশালী দল, ওদের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে খেলে। ওরা শক্তিশালী, ফিফা র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৩০-৪০ ধাপ উপরে (৩২ ধাপ), তো আমি মনে করি ওরা আমাদের চেয়ে শক্তিশালী। তবে আমাদের এখানে একটা সুবিধা আছে, এটা আমাদের হোম গ্রাউন্ড, সাফে আমাদের যে স্পিরিট ছিল, সেটা ধরে রাখতে হবে, আমি মনে করি, আমরা একটা ভালো ফল করতে পারবো। আজকে ক্যাম্পে যোগ দিয়েছি, অনেক দিন পর, ভালো লাগছে, এখানে আবহাওয়া অনেক ভালো, গরম আছে, আমি খুশি।

আর্জেন্টিনায় প্রথম ম্যাচেই দলের দায়িত্ব তুলে দেয়া হয় জামালের হাতে। যা একটু অবাকই করেছে লাল সবুজের অধিনায়ককে। এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, আমি সেখানে নতুন খেলোয়াড়। ক্লাব সভাপতি আমাকে অধিনায়ক দিয়েছে। আমি এতে খুশি।

দীর্ঘদিন ধরেই অনুশীলন করছেন তপু-মোরসালিনরা। তবে জামাল দলের সাথে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে জানান সহকারী কোচ। কিন্তু দলে যায়গা পাওয়ার বিষয়টি নির্ভর করবে টিম ম্যানেজম্যান্টের উপর। দীর্ঘ বিমান যাত্রার পর দলের অন্যান্য ফুটবলারদের সাথে মানিয়ে নিতে পারলেই দলে জায়গা মিলবে বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।

তিনি বলেন, জামাল কাল ক্যাম্পে যোগ দিয়েছে, কোচ প্রথমেই ওকে জিজ্ঞেস করেছিল, সেশন (ট্রেনিং) করতে পারবে কিনা। ওর যে মনোভাব, সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, দীর্ঘ ভ্রমণ করে আসার পরও জামাল বলেছে, ‘কোচ আমি পুরো সেশন করব’। একজন অধিনায়ক হিসেবে টিমের প্রতি, দেশের প্রতি  ওর যে দায়িত্ববোধ, সেটা অবশ্য অন্যদের প্রভাবিত করে।

/আরআইএম

Exit mobile version