Site icon Jamuna Television

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের খসড়া নীতিমালা আগামী সপ্তাহে

বিদেশি পর্যবেক্ষকের খসড়া নীতিমালা চূড়ান্ত করে আগামী রোববার (৩ সেপ্টেম্বর) অথবা সোমবার নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা কীভাবে দেশের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাবেন, সে বিষয়েই নীতিমালার জন্য খসড়া করছে ইসি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন অনুমোদনের পরে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে। নীতিমালায় ব্যাপক কোনো পরিবর্তন আনা হয়নি। তবে পর্যবেক্ষকবান্ধব নীতিমালা তৈরি করা হবে।

এর আগে, গত ২৩ আগস্ট নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিবের সভাপতিত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এ সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন ইসি কর্মকর্তারা।

/এমএন

Exit mobile version