Site icon Jamuna Television

প্রিগোজিনের নতুন ভিডিও প্রকাশ, জীবনের ঝুঁকি আছে জানতেন?

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তিনি বলেছেন, যারা আমি বেঁচে আছি, নাকি মরে গেছি, আমি কী করছি এসব নিয়ে আলোচনা করছেন এটা তাদের জন্য।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্স (সাবেক টুইটার), টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়েভগিনি প্রিগোজিনের ভিডিওটি প্রকাশিত হয়েছে। তারপরই সেটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ, এই মুহূর্তে এটা উইকেন্ড এবং আমি আফ্রিকায় আছি।

তাতে একেবারেই এটি স্পষ্ট যে, ভিডিওটি গত ২৩ আগস্ট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহন করা বিমান বিধ্বস্তের ঘটনার আগে ধারণ করা। ভিডিওতে তিনি যে ‘উইকেন্ড’ কথাটি বলেছেন, সেটা বিবেচনায় নিলে ওই ভিডিওটি অবশ্যই ১৯ অথবা ২০ আগস্ট ধারণ করা। অর্থাৎ এর তিন অথবা চারদিন পর বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।

টেলিগ্রামে ওয়াগনার গ্রুপের চ্যানেল ‘গ্রে জোন’ ভিডিওটি প্রথম প্রকাশ করে। সেখানে ইয়েভগিনি প্রিগোজিন তার সুস্থতা এবং নিজের নিরাপত্তায় ঝুঁকি নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের জবাব দেন।

তিনি বলেছেন, যারা আমাকে মুছে ফেলতে আলোচনা করছেন অথবা আমার ব্যক্তিগত জীবন, আমি কত আয় করি বা যেকোনো কিছু, তাদের জন্য জন্য বলছি, সবকিছু ঠিক আছে।

এদিকে, গত ২৩ আগস্ট বিমান বিধ্বস্তের ঘটনায় ৬২ বছর বয়সী প্রিগোজিনসহ আরও ৯ আরোহী নিহত হন। গত মঙ্গলবার (২৬ আগস্ট) সেন্ট পিটার্সবার্গে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহ করেন ওয়াগনার প্রধান। ওই বিদ্রোহের পর থেকে পুতিন প্রশাসনের সাথে তার দূরত্ব বাড়তে থাকে।

/এমএন

Exit mobile version