Site icon Jamuna Television

ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংসের ষড়যন্ত্র করছে ইসরায়েল: ইরান

ছবি: এপি

ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংসের ষড়যন্ত্র করছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ তুললো তেহরান।

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন। যাতে অভিযোগ তোলা হয়, স্যাবোটাজের চেষ্টা করছে চিরবৈরী দেশটি। তৃতীয়পক্ষের মাধ্যমে ইরানি গবেষকদের ত্রুটিপূর্ণ সরঞ্জাম পাঠিয়েছে, ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ। ফলে মিসাইলটি ব্যবহারের আগেই বিস্ফোরণ বা ধ্বংসের মতো বড় দুর্ঘটনা হতে পারে। একই উপাদান ব্যবহৃত হয়েছে ড্রোনেও।

ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহি অভিযোগ করে বলেন, ক্ষেপণাস্ত্রের ভেতরে ‘বিস্ফোরক ও সনাক্ত অযোগ্য সার্কিট’ রাখার চেষ্টা করেছিল শত্রুপক্ষের এজেন্টরা। চলমান যুদ্ধে রাশিয়াকে সরবরাহের উদ্দেশে ড্রোন উৎপাদন বৃদ্ধি করেছে ইরান। সন্দেহজনক উপাদানটিকে স্বল্পমূল্যের ‘কানেক্টর চিপ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর মে মাসে তেহরানের একটি সামরিক দফতর এবং অস্ত্র উৎপাদন কারখানায় ঘটে বিস্ফোরণ। যাতে প্রাণ হারান এক গবেষক।

/এএম

Exit mobile version