Site icon Jamuna Television

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে যেতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আফগানদের বিপক্ষে জয় পেলেও পার হতে হবে যদি-কিন্তুর বাধা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এখন বাংলাদেশের সামনে সুপার ফোরের সমীকরণ কী?

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। এশিয়া কাপ মিশনে গ্রুপ পর্ব থেকে এখন ছিটকে যাওয়ার শঙ্কা টাইগারদের সামনে। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের পরের প্রতিপক্ষ আফগানিস্তান। দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, আফগানদের বিপক্ষে জিতলেই কী সুপার ফোর নিশ্চিত হবে টাইগারদের? আফগানদের বিপক্ষে হারলে ব্যর্থতার পাল্লাটা ভারী করে দেশে ফিরতে হবে সাকিব-মুশফিকদের। অপরদিকে, ম্যাচ জিতলেও পড়তে হতে পারে সমীকরণের মার-প্যাঁচে।

রশিদ-মুজিবদের বিপক্ষে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই হাথুরুসিংহের শিষ্যদের সামনে। জয় পেলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে জয় পায় ও আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারে তবে, পরের পর্বে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, বাদ পড়বে আফগানিস্তান।

যদি বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয় পায় ও আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তবে হিসেবে আসবে রান রেট। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দুই দল পাড়ি দিবে পরের রাউন্ডে। তাই, বাংলাদেশকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে হলে আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। যদিও সব সমীকরণের সমাধান যে মিলবে ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

/আরআইএম

Exit mobile version