Site icon Jamuna Television

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাজা কমলো

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দিয়েছেন দেশটির রাজা। তার সাজা কমিয়ে ১ বছর করা হয়েছে। এর আগে, তিনি রাজার কাছে সাজা কমানোর আবেদন করেন। খবর আল জাজিরার।

দীর্ঘ ১৫ বছর নির্বাসিত থেকে গত সপ্তাহে থাইল্যান্ডে ফিরে আসেন থাকসিন। তবে ব্যক্তিগত প্লেনে থাইল্যান্ডে নামার পরই তাকে গ্রেফতার করা হয় এবং আট বছরের কারাদণ্ড দেয়ার পর কারাগারে পাঠানো হয়।

থাকসিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকতে স্বজনপ্রীতি দেখিয়েছেন ও ক্ষমতার অপব্যবহার করেছেন।

দেশটির রাজকীয় গ্যাজেটে জানানো হয়, তিনি তার অপরাধ স্বীকার করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন।

এটিএম/

Exit mobile version