Site icon Jamuna Television

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে বসেছিলেন মোশারফ। এসময় দুর্বৃত্তরা অতর্কিত তার ওপর হামলা চালায়। গুলি করে ও কুপিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান মোশারফ।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনও জানা যায়নি।

Exit mobile version