Site icon Jamuna Television

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের উবাহাটা সরদার বাড়ি এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত যাত্রী ফরিদ মিয়াকে মুমূর্ষু অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট নেয়ার পথেই সে মারা যায়।

পুলিশ জানায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ দুটিও থানায় রয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিহত জামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে ও ফরিদ একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলীর ছেলে।

এটিএম/

Exit mobile version